মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক » » » লিও ক্লাব চট্টগ্রাম নিউ সিটির ভার্চুয়াল সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নিউ সিটির সভাপতি লিও আশরাফুল ইসলাম আসিফের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও নাহিদা জামান রিতুর সঞ্চালনায় সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় লিও ক্লাব অব চট্টগ্রাম নিউ সিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম নিউ সিটির পরিচালক ও লিও ক্লাব এডভাইজর লায়ন আবুল কাশেম এমজেএফ, লায়ন্স ক্লাব সভাপতি লায়ন একেএম শামসুজ্জামান চৌধুরী রাসেল, সেক্রেটারি লায়ন রুমি, প্রাক্তন ক্লাব সভাপতি লিও কিশোয়ার জাহান চৌধুরী তুলি, লিও নুরনবি তুহিন, লিও রিদোয়ান ফকির, লিও রাসেল মির্জা।

সভা শেষে লিও ক্লাব এডভাইজর লিও ক্লাব অব চট্টগ্রাম নিউ সিটির ২০২০-২০২১ সেবা বর্ষের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন। সভাপতি লিও মনিরুজ্জামান মনির, সদ্য প্রাক্তন সভাপতি লিও আশরাফুল ইসলাম আসিফ, ক্লাব সহ-সভাপতি লিও নাহিদা জামান রিতু, তারেকুল ইসলাম রিফাত, ইসমাইল হোসেন, ক্লাব সেক্রেটারি লিও মর্জিনা বাশার শান্তা, জয়েন সেক্রেটারি লিও রবিউল হোসেন, লিও ইসরাত জাহান, ক্লাব ট্রেজারার লিও ওমর ফারুক তানভীর, জয়েন ট্রেজারার লিও ওবায়দুল হক, লিও রিয়াদুল ইসলাম মনোনীত হন।
কমিটির অন্যান্যরা হলো ক্লাব মেম্বারশিপ চেয়ারম্যান লিও জান্নাতুল বাশার ঝর্ণা, ক্লাব প্রোগ্রাম চেয়ারম্যান লিও মাশুক আল মনছুর, সিস্টার কো-অর্ডিনেটর লিও তাজনিন রহমান জবা, জয়েন সিস্টার কো-অর্ডিনেটর লিও সাবরিনা সারমিন, টেমার লিও জাবেদ হোসেন, জয়েন লিও টেমার বাধন দত্ত, টেইল টুইস্টার লিও রাসেল মিয়া, জয়েন টেইল টুইস্টার লিও মেহেদী হাসান, কালচারাল কো-অর্ডিনেটর লিও রোকেয়া মাহমুদ মিথিলা, জয়েন কালচারাল কো-অর্ডিনেটর লিও পূজা দাশ, স্পোর্টস কো-অর্ডিনেটর লিও জুলকার নাইন, মিডিয়া এন্ড কমিউনিকেশন কো-অর্ডিনেটর লিও রিয়াজ মল্লিক, জয়েন মিডিয়া কমিউনিকেশন কো-অর্ডিনেটর লিও শারমিন আক্তার রিমা, এক্সিকিউটিভ মেম্বার লিও সুমেদা চাকমা, লিও আবিদা সুলতানা, মেম্বার লিও হুমায়ুন কবির, লিও কাওসার, লিও শহিদুল হক, লিও সামিরা নুর।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » পাঠক হৃদয়ে জায়গা দখল করে নিয়েছে সিটিজি সংবাদ : প্রতিনিধি সভায় বক্তারা
- » বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার কমিটি গঠন
- » নিজ মাদরাসায় চিরনিদ্রায় শায়িত আল্লামা শফী
- » পুলিশে আক্রান্ত ১৪ হাজার, প্রাণ হারিয়েছেন ৬১
- » ইরানে ক্লিনিকে বিস্ফোরণে নিহত ১৯
- » বুড়িগঙ্গায় লঞ্চডুবির ১২ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার (ভিড়িওসহ)
- » সরকারি খরচে বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা বন্ধ হচ্ছে!
- » শরীর ঘেঁষে হাঁচি দেয়ায় পিস্তল নিয়ে তেড়ে এলেন এমপির দেহরক্ষী
- » বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি: জড়িতদের ৭ দিনের মধ্যে শাস্তি
- » রইন্যার লাশ না ফেললে আমার নাম ফয়সাল ইকবাল না (অডিওসহ)