সর্বশেষ আপডেট



» অসচ্ছল ২২ নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেবে বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষ

» বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের পিকনিক ও মিলন মেলা

» বারইয়ারহাটে উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার প্রত্যয়ে ২০ শয্যার বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

» মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম’র ঈদ পুণর্মিলনী

» আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির কমিটি ঘোষণা, আহবায়ক ইমাম উদ্দিন রনি; সদস্য সচিব সৌরভ মাজেদ ভূঁইয়া

» মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেল ঈদ উপহার

» মিরসরাইয়ে সাড়ে ৭ শতাধিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী পেল জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার

» মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটি ঘোষণা

» ৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

» দুবাইয়ে মিরসরাই ইয়ুথ ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

» মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল

» ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের সন্তান গাজী টিভির তৌহিদ রানা

» পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

» হাইতকান্দিতে সমাজসেবক জামশেদ আলমের উদ্যোগে রমজান উপলক্ষে সাড়ে ৩ শত পরিবার পেল খাদ্য সামগ্রী

» করেরহাটে ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

» জিয়া উদ্দিন সিআইপিকে সংবর্ধনা

» সাহেরখালীতে দিদারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

» করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

» সাংবাদিকতায় গোল্ড মেডেল জিতলেন মিরসরাইয়ের তৌহিদ রানা

» সিআইপি নির্বাচিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন

সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ,৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলের দৌড়ে ওরা এখনো তরুণ

নিজস্ব প্রতিনিধি, মিরসরাইনিউজ টোয়েন্টিফোর ডটকম » » » রাত এগারোটা ছুঁই-ছুঁই। চারদিকে নিকষ অন্ধকার। তখনো মাঠে হাজারো দর্শকের আনাগোনা। ফ্লাড লাইটের বর্ণিল আলোকসজ্জ্বায় তখন শুধু হেতালিয়া পাড়ের মলিয়াইশ মাঠটি ছিল আলোকিত। উল্লাস-উচ্ছ¡াস। একেরপর এক আতশবাজি উঠছে আকাশে। হৈ-হৈ, রৈ-রৈ চিৎকার। বলের দৌড়ে গোল-গোল সরবে মুখর হয়ে উঠছিল মাঠের চারপাশ। ব্যান্ড পার্টির বাজনার তালে দর্শকরাও নেচে গেয়ে জমিয়ে রাখছিলেন পুরোটা সময়। বর্ণিল তোরণ, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, প্লে­কার্ডে বাড়তি শোভাবর্ধন করেছে পুরো চত্বর। পতপত করে উড়ছে বাহারি সব পতাকা। সুমধূর ধারাভাষ্যের সাথে বেজে উঠছিল বারবার- ‘দুর্বার প্রিমিয়ার লিগ-উৎসবের আমেজে প্রিমিয়ার লিগ’। এসব আয়োজন শুধুমাত্র মিরসরাইয়ের বহুল আলোচিত সামাজিক সংগঠন ‘দুর্বার প্রগতি সংগঠন’ এর উদ্যোগে ৩য় বারের মত আয়োজিত দুর্বার প্রবীণ ফুটবল ম্যাচকে ঘিরে। যেখানে খেলেছেন উপজেলার একসময়কার ৪০ জন কিংবদন্তী ফুটবলার। যাঁরা এখন বয়সের ভারে নুয়ে গেছেন-তবুও ফুটবলকে ভালবাসেন। যার দরুণ ৪৫ ঊর্ধ্ব প্রবীণ বয়সেও ফুটবলের টানে মাঠে নেমেছেন শিরোপা জয়ের লক্ষে। যাদের মধ্যে কেউ কেউ ছিলেন ৫০, ৬০ কিংবা ৭০ ঊর্ধ্ব বয়সী। গত ৮ ডিসেম্বর (শুক্রবার) ফ্লাড লাইটের আলোতে তোফাজ্জল হোসেন চৌধুরী মাসুদের মালিকানাধীন প্রবীণ লাল দল ও নজরুল ইসলামের মালিকানাধীন প্রবীণ সবুজ দলের হয়ে তাই তাঁরা মাঠে নেমেছিলেন বল নিয়ে। যে খেলা ইতোমধ্যে সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে।

যেখানে প্রবীণ লাল দলের পরিচালক ছিলেন রিয়াজ উদ্দীন, কোচ হারেছ আহমদ নাজিম, সহকারী জাফর ইকবাল, অধিনায়ক কেশব লাল চৌধুরী, খেলোয়াড়দের মধ্যে অন্য যারা ছিলেন নেপাল চন্দ্র দাশ (৫০), বিভূতী ভুষন ভৌমিক (৫৫), উত্তম কুমার ভৌমিক (৫২), বিমল চন্দ্র দাশ (৫০), জসিম উদ্দীন (৪৬), মাহবুবুল করিম (৫০), মুসলিম উদ্দীন (৫৩), রোকন উদ্দীন (৫৩), অর্জুন নাগ (৭০), জয়নাল আবেদিন ভূঁইয়া (৬৭), সিরাজ উদ-দৌলা (৫৫), ছলিম উল্লাহ (৬০) ও রণজিত (৪৭)। প্রবীণ সবুজ দলে পরিচালক ছিলেন নিজাম উদ্দীন, কোচ নাজমুল হক হেলাল, সহকারী আলী হায়দার চৌধুরী, অধিনায়ক গিয়াস উদ্দীন (৬৫), খেলোয়াড়দের মধ্যে ছিলেন মহি উদ্দীন (৪৭), জাহাঙ্গীর (৪৭), মাসুদ (৪৫), দীপক চন্দ্র দাস (৪৬), রুহুল আমিন (৬২), ফেরদৌস (৫৫), মহব্বত উল্ল্যাহ (৬৮), জামাল উল্লাহ (৭৩), ফারুক (৫৪), জিয়া উদ্দীন মাসুদ (৪৬), আমিন শরীফ (৬২), সৈয়দ আহমদ (৫৮) ও নাজিম উদ্দিন (৫৮)।

এসকল খেলোয়াড়রা বার্ধ্যকের এ শেষ পর্যায়ে এসে শিরোপা জয়ে মাঠে নেমেছেন তা সবাইকে অবাক করেছে। তবে অবাক হওয়ার বিষয় হলেও-এ অসাধ্য কাজটিকে সফলভাবে শেষ করেছেন আয়োজকরা। সেদিনের সে শিরোপা নির্ধারণী ম্যাচে দু’দলের মধ্যে শ্বাসরুদ্ধকর তুমুল প্রতিযোগিতায় প্রবীণ লাল দলকে এক-শূন্য গোলে পরাজিত করে প্রবীণ সবুজ দল দুর্বার প্রবীণ শিরোপা জয় করে। ব্যতিক্রমধর্মী এ খেলা উপভোগ করার জন্য দূর-দুরান্ত থেকে দর্শকের ছিল উপচে পড়া ভীড়। দর্শকরা এসকল প্রবীণ ফুটবলারদের নান্দনিক খেলা বেশ আনন্দের সাথে উপভোগ করেছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম এমরান চৌধুরীর সৌজন্যে দুর্বার প্রবীণ ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দেওয়ানজী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের অর্থ-সম্পাদক বিশিষ্ট সাংবাদিক দেবদুলাল ভৌমিক।

সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা মিশকাতের রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মোহাম্মদ সাইফ উদ্দীন। এসকল অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে-‘বয়সের ভারে নুয়ে যাওয়া এসব প্রবীণ ফুটবলাররা এখনো যেভাবে তারুণ্যেদ্দীপ্ত হয়ে মাঠে বল নিয়ে দৌড়াচ্ছেন-তা ফুটবলের প্রতি ভালোবাসা না থাকলে কখনো সম্ভব হতো না বলে মনে করেন। মিরসরাইয়ের এ জনপদে ফুটবলের প্রতি নবীন-প্রবীণের এ ভালোবাসা সৃষ্টিতে আয়োজক দুর্বার প্রগতি সংগঠনের প্রশংসা করেন সবাই।’ পরে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা, অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুদ্দীন, ব্যবসায়ী সোহেল আনোয়ার চৌধুরী, শিক্ষানুরাগী ও সংগঠনের পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, ব্যবসায়ী শহীদুল ইসলাম শামীম, পৃষ্ঠপোষক শাহ আলম, শিক্ষক এম দস্তগীর, চাকুরীজীবী রেজাউল করিম, আজীবন সদস্য হুমায়ুন কবির, আজীবন সদস্য নুরুন নবী চৌধুরী নওশাদ, ব্যবসায়ী নুর উদ্দীন সেলিম, সাংবাদিক এম আনোয়ার হোসেন, এম মাঈন উদ্দীন, বাবলু দে, সংগঠনের ক্রীড়া সম্পাদক আহাদ উদ্দীন ও ডিপিএল কমিটির সদস্য সচিব জিয়া উদ্দীন বাবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। এ ফুটবল ম্যাচের প্রধান পরিচালক ছিলেন নুরুল আবছার। ম্যাচ রেফারী ছিলেন ডিপিএল কমিটির আহবায়ক মহিবুল হাসান সজীব, ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু ও সদস্য সৃজন পাল। ধারাভাষ্যে ছিলেন সৈকত চৌধুরী ও নাহিদুল আনসার। সবশেষে অনুষ্ঠিত র‌্যাফেল ড্রতে টেলিভিশন জিতে নেন পশ্চিম মলিয়াইশ গ্রামের তেজেন্দ্র কুমার দাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Design & Developed BY GS Technology Ltd