সর্বশেষ আপডেট



» মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল

» ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের সন্তান গাজী টিভির তৌহিদ রানা

» পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

» হাইতকান্দিতে সমাজসেবক জামশেদ আলমের উদ্যোগে রমজান উপলক্ষে সাড়ে ৩ শত পরিবার পেল খাদ্য সামগ্রী

» করেরহাটে ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

» জিয়া উদ্দিন সিআইপিকে সংবর্ধনা

» সাহেরখালীতে দিদারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

» করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

» সাংবাদিকতায় গোল্ড মেডেল জিতলেন মিরসরাইয়ের তৌহিদ রানা

» সিআইপি নির্বাচিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন

» মিরসরাইয়ে বিনামূল্যে ধান বীজ পেল ৯০ জন কৃষক

» চট্টগ্রাম নগরীতে ‌‌‌‌হল টুডে কনভেনশন সেন্টারের উদ্বোধন

» মিরসরাইয়ে অসহায় মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করলো ওমান মিরসরাই সমিতি

» সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ

» কেন্দ্রীয় কারাগারে আটক মিরসরাইয়ের নেতাকর্মীদের দেখতে গেলেন বিএনপি নেতৃবৃন্দ

» সবুজায়নের লক্ষ্যে মিরসরাইয়ে দেড় লক্ষ বৃক্ষরোপনের উদ্যোগ

» মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের নতুন কমিটি গঠন, নিয়াজ সভাপতি; সম্পাদক নাজমুল

» মিরসরাইয়ে এসএসসিতে ফাতেমা গার্লস হাই স্কুলের শতভাগ পাশের সাফল্য

» মিরসরাইয়ে আশা’র উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প

» জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ৭ শতাধিক রোগী পেল ফ্রি চিকিৎসা

সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ,১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মাঈন উদ্দিনসহ ছুরি কেনেন মিরসরাইয়ের পপি, সেই ছুরিতে খুন

মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক » » » মাঈন উদ্দিনসহ একসঙ্গে ছুরি কেনেন রোকসানা আক্তার পপি। পরে সেই ছুরি দিয়ে হোটেলে পৌঁছে গলাকেটে হত্যা করা হয় মাঈন উদ্দিনকে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন রোকসানা আক্তার পপি। রোকসানা আক্তার পপি পুলিশের কাছে দাবি করেছেন, পুরো হত্যাকাণ্ড তিনি একাই করেছেন।

শুক্রবার (১৭ আগস্ট) ভোরে নগরের খুলশী ফয়েজলেক এলাকার লেকসিটি মোটেল ফাইভ হোটেলের দ্বিতীয় তলার ২০৩ নং রুম থেকে মো. মাঈন উদ্দিন (৩০) নামে এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রুমের ভিতর থাকা প্লাস্টিকের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয় মাথা। এর আগে বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মো. মাঈন উদ্দিন ও তার সাবেক স্ত্রী রোকসানা আক্তার পপি (২২) হোটেলে উঠেন।

মো. মাঈন উদ্দিন ফেনী জেলার ছাগলনাইয়া শুভপুর এলাকার মো. সিরাজুল হকের ছেলে এবং রোকসানা আক্তার পপি জোরারগঞ্জ মেহেদীনগর এলাকার আবু আহমদের মেয়ে। রোকসানা আক্তার পপি চীনের একটি মেডিকেল কলেজে এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শনিবার (১৮ আগস্ট) পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, ‘ক্ষোভের বশবর্তী হয়ে সাবেক স্বামী মাঈন উদ্দিনকে খুন করেছে।’

আমেনা বেগম জানান, ‘২০১২ সালে মো. মাঈন উদ্দিন ও রোকসানা আক্তার পপি পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। রোকসানা আক্তার পপির পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় ২০১৪ সালে মাঈন উদ্দিনকে তালাক দেন রোকসানা আক্তার পপি। ২০১৫ সালে রোকসানা আক্তার পপি চীনে পড়াশুনার জন্য চলে যান। পরে পুনরায় রোকসানা আক্তার পপির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন মাঈন উদ্দিন। এতে রাজি না হওয়ায় তাদের দাম্পত্য জীবনের বিভিন্ন ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন মাঈন উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে নিজের পরিবারের কাউকে না জানিয়ে চীন থেকে বাংলাদেশে আসেন রোকসানা আক্তার পপি। পরে মাঈন উদ্দিনের সঙ্গে হোটেলে উঠেন এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটান।’

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পর রোকসানা আক্তার পপি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পরে ঢাকা না গিয়ে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে নাসিরাবাদ আল ফালাহ গলির বাসায় ফেরত আসেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।’

সংবাদ সম্মেলনে সিএমপি’র উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার আবদুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিজানুর রহমান, নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহকারী কমিশনার আসিফ মহিউদ্দীন, বায়েজীদ জোনের সিনিয়র সহকারী কমিশনার সোহেল রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মলনে আমেনা বেগম নগরের বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়ানো ও রুম ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্দেশনা না মানলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

গ্রেফতারের পর রোকসানা আক্তার পপির পুলিশকে দেওয়া তথ্য অনুযায়ী, মো. মাঈন উদ্দিন ও রোকসানা আক্তার পপি বৃহস্পতিবার সকালে একসাথে হোটেল থেকে বের হয়ে নাস্তা করেন। পরে শপিং করতে যান ষোলশহর এলাকার শপিং কমপ্লেক্সে। সেখান থেকে কোরবানির জন্য প্রয়োজন জানিয়ে মাঈন উদ্দিনসহ ছুরি কেনেন রোকসানা আক্তার পপি, পরে বিকেলে হোটেলে পৌঁছে সেই ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন মাঈন উদ্দিনকে।

সিনিয়র সহকারী কমিশনার সোহেল রানা বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বিভিন্ন আলমত উদ্ধার করা হয়েছে। রোকসানা আক্তার পপিকে গ্রেফতারের পর তিনি পুলিশের কাছে ঘটনা স্বীকার করেছেন। তিনি দাবি করেছেন একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।’

সোহেল রানা বলেন, ‘চীন থেকে বিমানের ফিরতি টিকিট করে এসেছিলেন রোকসানা আক্তার পপি। ২১ আগস্ট তার ফেরত যাওয়ার কথা ছিল। ১৫ আগস্ট তিনি বাংলাদেশে আসেন। এসে মাঈন উদ্দিনের সঙ্গে চট্টগ্রামে হোটেলে উঠেন। হয়তো তার পরিকল্পনা ছিল হত্যা করে আবার পালিয়ে চলে যাবেন। আমরা তার পাসপোর্ট ও টিকিট জব্দ করেছি।’

তিনি বলেন, ‘রোকসানা আক্তার পপি হত্যায় ব্যবহৃত ছুরি কিনেছেন ষোলশহর এলাকা থেকে। ছুরি কেনার সময় মাঈন উদ্দিন সঙ্গে ছিল বলে জানিয়েছে পপি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

শনিবার বিকেলে মাঈন উদ্দিন হত্যার ঘটনার বর্ণনা দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র সহকারী কমিশনার সোহেল রানা।#বাংলানিউজ

 

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Design & Developed BY GS Technology Ltd