মো. রহিম উদ্দিন ভূঁইয়া >>>>>> নাম তার আলহাজ্ব মো. জসিম উদ্দিন। অতি সদালাপী, সহাস্য মুখ। আন্তরিকতা পরিপূর্ণ, বর্নাঢ্য জীবনের অধিকারী; ছোটবেলা থেকেই রাজনীতির তত্বীয় জ্ঞানের অধিকারী। যেকোন সমস্যার সমাধানকারী, তড়িৎ গতিতে সিদ্ধান্ত গ্রহণকারী; সমঝোতার ইতিহাস সৃষ্টিকারী এবং সাংগঠনিক কাঠামোর বিধিবিধান সুকৌশলে বাস্তবায়নকারী। প্রচেষ্টাকারী, সফলতাকারী, মিষ্টভাষী, সব গুনেই গুণান্বিত। ছাত্রজীবনেই রাজনীতিতে হাতেখড়ি। তিনি বর্তমানে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের (সিডিএ) বোর্ড মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক
এবং চট্টগ্রাম সিটি কলেজ’র সাবেক জিএস। নীতির মাঝে আজও অবধি অটল। প্রতিটি মানুষের বিচিত্র রকমের অভিজ্ঞতার প্রয়োজন। আজ তিনি তার কর্ম ধর্ম স্বভাব বিশ্বস্ততায় রাজনীতি তত্ত্ব জ্ঞানে অধিকারী বিধায় মিরসরাইয়ের সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন’র ঘনিষ্ঠ একজন সহযোগী হতে পেরেছেন। মিরসরাই উপজেলাতে তিনি যেটা বলবেন সেটি মোশাররফ সাহেবের কথা। একবিন্দু পরিমাণ এদিক ওদিক নাই, বাড়তি কোন কৃতিত্বের দাবীও তিনি করতে ইচ্ছুক নহে মন্ত্রী মহোদয়ের বাহিরে। আজকালতো অনেকেই তিলকে তাল বানিয়ে ফেলেন। বাড়তি কিছু বলে নিজেদের হিরো ভাবার প্রচেষ্টা চালান। যেটি রাজনৈতিক জীবনের জন্য কোন একসময় কুপোকাত হয়ে দেখা দেয়। প্রমাণ আছে অহরহ। রাজনীতিতে সততা নিষ্ঠা একাগ্রতা বিচক্ষণতা প্রজ্ঞা বিশ্বস্ততা সহমর্মিতা মেধার বহিঃপ্রকাশ, বহিঃশক্তির প্রকটভাবে প্রয়োজন। সব ইতিবাচক গুণগুলো তারই মাঝে বিদ্যমান। যতটুকু পেরেছি একান্ত সান্নিধ্যে থেকে ততটুকু জেনেছি বুঝেছি। আরো কিছু জ্ঞানী গুণী অবশ্যই আছেন। তাদেরকে সম্মান করার চেষ্টা করি।
আজ কিছু গুণী মানুষ জসিম উদ্দিন সম্পর্কে কিছুটা লেখার চেষ্টা করলামমাত্র। উনার সম্পর্কে লিখে শেষ করা যাবে না। মানুষ সবাই যে সবাইকে মনেপ্রাণে নিতে পারে বা ভালোবাসতে হবে এমন কোন নজীর ইতিহাসে নেই। যার নয়নে যাকে লাগে ভালো। সেই তার বা তাদের নিকট সুদীপ্ত আলো। প্রদীপ্তময় উজ্জ্বল অনুস্মরণীয়। লিখাটি লিখার অন্যতম কারণ হলো আগামী মার্চ মাসেই হবে উপজেলা পরিষদ নির্বাচন। অন্তত মিরসরাই’র জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। বিবিধ কারনে। আর সেই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সবচেয়ে রাজনৈতিক সামাজিক বিভিন্ন যোগ্যতার অধিকারী শ্রদ্ধাশীল আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন’কে যোগ্যতর মনে করছি, নিজস্ব মতামত এটি, সেই হিসেবে তার জন্য কিছু লিখতে অনুপ্রাণিত বোধ করি। উনার সুস্থ্যতা ও শুভকামনা প্রত্যাশা করছি।
লেখক পরিচিতি
—————-
মো. রহিম উদ্দিন ভূঁইয়া
সহ-সভাপতি-কুয়েত কেন্দ্রীয় জাতীয় শ্রমিক লীগ
সহ-সভাপতি-বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » লেখাপড়া ও বিতর্কে মিরসরাইয়ের সন্তান সানজিদের অভুতপূর্ব সাফল্য
- » চট্টগ্রামে করোনা সংক্রমন ও মৃত্যুর ভয়াবহতা
- » না ফেরার দেশে চলে গেলেন কিশোর মুক্তিযোদ্ধা প্রিয় জামসেদ আলম
- » রোহিঙ্গা: বিষফোঁড়া এখনই দূর করতে হবে
- » দেশ নিয়ে চাওয়া পাওয়া
- » নির্বাচনে প্রার্থী হতে লাফালাফি
- » ঐতিহাসিক বদর দিবস ও বর্তমান বিশ্ব
- » আত্মশুদ্ধি ও নৈতিকতা অর্জনের মাস মাহে রমজান
- » ভার্চুয়াল জগতে অসতর্কভাবে আমিন’র ব্যবহার; বুঝেশুনে আমিন লিখুন
- » মৃত্যুর মহাসড়কে চলছে লাশের মিছিল, প্রতিদিন মিরসরাইতে কোন না কোন দুর্ঘটনা ঘটছে