সর্বশেষ আপডেট



» আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

» মিরসরাইয়ে আই.সি কর্পোরেশনের উদ্যোগে ৪২ চাষীর মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ

» অসচ্ছল ২২ নারীকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দেবে বারইয়ারহাট পৌর কর্তৃপক্ষ

» বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের পিকনিক ও মিলন মেলা

» বারইয়ারহাটে উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার প্রত্যয়ে ২০ শয্যার বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

» মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম’র ঈদ পুণর্মিলনী

» আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির কমিটি ঘোষণা, আহবায়ক ইমাম উদ্দিন রনি; সদস্য সচিব সৌরভ মাজেদ ভূঁইয়া

» মিরসরাই সমিতি ওমানের উদ্যোগে ২ শতাধিক পরিবার পেল ঈদ উপহার

» মিরসরাইয়ে সাড়ে ৭ শতাধিক এতিম ও দরিদ্র শিক্ষার্থী পেল জিয়া উদ্দিন সিআইপির ঈদ উপহার

» মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের আহবায়ক কমিটি ঘোষণা

» ৫ শতাধিক দরিদ্র মানুষের মুখে হাসি ফুটালেন জিয়া উদ্দিন সিআইপি

» দুবাইয়ে মিরসরাই ইয়ুথ ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

» মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের ইফতার ও দোয়া মাহফিল

» ভোক্তা নিউজ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন মিরসরাইয়ের সন্তান গাজী টিভির তৌহিদ রানা

» পূর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর ইসলামিক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

» হাইতকান্দিতে সমাজসেবক জামশেদ আলমের উদ্যোগে রমজান উপলক্ষে সাড়ে ৩ শত পরিবার পেল খাদ্য সামগ্রী

» করেরহাটে ওবায়দুল হক খোন্দকার ও নুর নাহার বেগম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

» জিয়া উদ্দিন সিআইপিকে সংবর্ধনা

» সাহেরখালীতে দিদারুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

» করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন

সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Desing & Developed BY GS Technology Ltd
১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ,৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরসরাইয়ে ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ যাত্রীরা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আকতার হোসেন, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম » » » মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রুটসহ উপজেলার প্রায় সব আঞ্চলিক রুটে ভাড়া নৈরাজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন যাত্রীরা। ভাড়া নৈরাজ্যের ফলে বেড়েছে যাত্রী হয়রাণি। পূর্বের ন্যায় নিম্নমানের সেবাও অব্যাহত রয়েছে। বিভিন্ন রুটে বিভিন্ন বাহনে ভাড়া নিয়ে অষন্তোষের কারণে ঘটছে হাতাহাতি, বাকবিতন্ডা, অশালীন ব্যবহার। ভাড়া তালিকা না থাকায় ইচ্ছেমত ভাড়া নেওয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া চালকদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালনো, লক্করঝক্কর গাড়ি ব্যবহার, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন চালক, সহকারী দিয়ে গাড়ি চালনোর কারণে যাত্রীরা বাহনে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে ট্রাফিক আইন না মানা, হাইড্রোলিক হর্ণের যথেচ্ছা ব্যবহার, চাঁদাবাজি, টোকেন বাণিজ্য যেন পরিবহন সেক্টরের পরিচিত ও সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মিরসরাইয়ে ভাড়ায় চালিত যাত্রী পরিবহনগুলোর মধ্যে অন্যতম হলো বাস, হিউম্যান হলার, সিএনজি অটোরিকশা, ব্যাটারী চালিত অটোরিকশা। এসব পরিবহনে বাড়তি ভাড়া নেওয়া, এক রুটের সাথে অন্য রুটের ভাড়ার গরমিল, ভাড়ার তালিকা না থাকা, শৃঙ্খলা না মানা, স্বাস্থ্যবিধি না মানা, মনগড়া ভাড়া নেওয়া, পূর্বের ভাড়ার ৬০% ভাড়া বেশি নেওয়ার পরও বেশি যাত্রী নেওয়া, যাত্রীদের সাথে অশালীন আচরণসহ অনেক অভিযোগ রয়েছে এসব পরিবহনের চালক ও সহকারীদের বিরুদ্ধে।

মিরসরাইয়ের বেশ কয়েকটি রুটে সরেজমিনে এমন চিত্রের দেখা মিলেছে। জোরারগঞ্জ-বারইয়াহাট রুটে সিএনজি অটোরিকশার ভাড়া প্রথমে ৮ টাকা, পরবর্তীতে করেরহাট-বারইয়াহাট রুটের সাথে পাল্লা দিয়ে ৮ টাকা থেকে ১৩ টাকা সেখানে ১৫ টাকা নেওয়া হতো, পরবর্তীতে বৈশ্বিক মহামারি করোনার কারণে সীমিত পরিসরে যানবাহন চালু হলে ১৫ টাকা থেকে ২০ টাকা নির্ধারণ হয়। অথচ মিরসরাইয়ের বারইয়ারহাট-করেরহাট রুটে ১৫ টাকা পূর্বের ভাড়া নেওয়া হচ্ছে। এর কারণ সিএনজি অটোরিকশাতে কোনভাবেই সামাজিক দূরত্ব মানা সম্ভব নয় এবং মানা হচ্ছে না।

জোরারগঞ্জ-বারইয়ারহাট রুটে ৩ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে সেটা মানা হচ্ছে না। অপরদিকে জোরারগঞ্জ-আবুরহাট রুটে ২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা এবং টেকেরহাট পর্যন্ত ৪০ টাকার ভাড়া ৭০ টাকা নেওয়া হচ্ছে। করেরহাট-নয়টিলা মাজার, করেরহাট-পশ্চিম জোয়ার, করেরহাট-শুভপুর পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।

ঠাকুরদীঘি-ঝুলনপোল রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রী শামীম অভিযোগ করে বলেন, উক্ত রুটে ভাড়া জনপ্রতি ৫০ টাকা নেওয়া হচ্ছে যেটা কয়েকটি রুটে চলাচল করা সিএনজি ভাড়ার সাথে তুলনা করলে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে প্রমাণিত।

হিউম্যান হলারের যাত্রী নুরুল আজিম বলেন, গাড়ি ভাড়া পূর্বের তুলনায় ৬০% বাড়িয়ে দিলেও যাত্রী কিন্তু বেশি নিচ্ছে এবং কোন মূল্য তালিকা নেই, তাছাড়া যাত্রীদের সাথে অহেতুক বাড়াবাড়ি করে। যেখানে ৩ জন নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ৫ জন।

ঢাকা-চট্টগ্রাম রুটের নিয়মিত যাত্রী ইফতেখার উদ্দিন জানান, ভাড়াতো বেড়েছে ঠিক কর্মক্ষেত্রে বেতনতো আগের মতোই রয়ে গেছে। বাড়তি ভাড়া এখন যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আরেকটা বিষয় যেহেতু বাড়তি ভাড়া নিচ্ছে সেহেতু স্বাস্থ্যবিধি মানলে তাহলে ভাড়া বেশি দিলেও মনে শান্তি লাগতো।

মধ্যবিত্ত পরিবারের সন্তান ইমন হোসেন। তিনি বলেন, খুব বেশি দরকার না হলে বের হইনা। যদিও উপায়ান্ত না পেয়ে বের হই ভাড়া নৈরাজ্যে হতাশ হই বারবার। ১০০ টাকার একটা ওষুধ আমার স্থানীয় বাজারে না পেয়ে অন্য বাজার থেকে কেনার জন্য চাইলে ভাড়া গুনতে হচ্ছে ওষুধের সমান দাম।

মিরসরাইয়ের সিএনজি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামসুল হক রিপন বলেন, যাত্রী, শ্রমিক নেতা, উপদেষ্টা, রাজনৈতিক নেতাসহ সকলের সাথে আলাপ ও সমঝোতা করে আমাদের সংগঠন নিয়ন্ত্রিত রুটসমূহে (৫ জন যাত্রী) বাড়তি ভাড়া না নিয়ে আগের নিয়মে ভাড়া নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে কোন চালকের বিরুদ্ধে যদি অনিয়মের অভিযোগ আসে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে বারইয়াহাট-চট্টগ্রাম রুটে চলাচলকারী উত্তরা বাসের বিরুদ্ধে অনিয়ম আর অভিযোগের শেষ নেই। বারইয়ারহাট-বড় দারোগাহাট রুটে চলাচলকারী হিউম্যান হলারের চালক-সহকারীদের বিরুদ্ধেও দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও বেশি যাত্রী নেওয়া, মূল্য তালিকা না টাঙানো ও অহেতুক বাড়াবাড়ির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বারইয়ারহাট-বড় দারোগাহাট হিউম্যান হলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ বলেন, আমাদের নির্দেশনা হলো পিছনে ৩ জন করে ৬ জন এবং সামনে ১ জন যাত্রী নিয়ে যাতায়াত করবে। সেক্ষেত্রে যদি কেউ অনিয়ম করে অথবা বাড়তি যাত্রী বা বাড়তি ভাড়া নিয়েছে এমন অভিযোগ পাওয়া যায় তবে সে গাড়ির চালক ও সহকারীর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ হোসেনের সাথে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



সম্পাদক ও প্রকাশক

এম আনোয়ার হোসেন
মোবাইলঃ ০১৭৪১-৬০০০২০, ০১৮২০-০৭২৯২০।

সম্পাদকীয় কার্যালয়ঃ

প্রিন্সিপাল সাদেকুর রহমান ভবন (দ্বিতীয় তলা), কোর্ট রোড, মিরসরাই পৌরসভা, চট্টগ্রাম।
ই-মেইলঃ press.bd@gmail.com, newsmirsarai24@gmail.com

Design & Developed BY GS Technology Ltd